কেন ছেলেরা মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হয়?
ছেলেরা মেয়েদের পিছনে ঘুর ঘুর করে এমনটা অনেকেই বলে। সুন্দরের পূজারী ছেলেরা এমন মেয়েকে যে কিনা সুন্দর, পরিপাটি ও খুব সুন্দরভাবে থাকে। সেভাবে তার সঙ্গী অবশ্যই স্মার্ট এবং আকর্ষণী হবে। তাকে আকৃষ্ট করবে। এছাড়া নারীদের মাঝে বিশেষ কিছু গুণ বা বিষয় আছে যা পুরুষদের আকৃষ্ট করে।
আসুন জেনে নেই সেই বিষয়গুলি কি কি –
১। ধার্মিকতা ও ধর্মীয় অনুভূতিঃ
নারী কতটা ধার্মিক তার চেয়ে সে ধর্মীয় অনুভুতি সম্পর্কে কতটা আস্থাশীল তার উপর একজন পুরুষের ওই নারীর প্রতি ভালোলাগার মাত্রা নির্ভর করে।
২। সুগন্ধীঃ
মহিলাদের শরীরের মিষ্টি সুগন্ধ পুরুষের আকৃষ্টতায় নেশা ধরায়। এটি বাধ্যতামূলক নয় যে, নারীকে কোন একটি পারফিউম ব্যবহার করতে হবে। নারীর শরীরে প্রাকৃতিকভাবে যে গন্ধ থাকে, তা একধরনের প্রাকৃতিক অস্ত্র। এটাই পুরুষকে ঘায়েল করতে যথেষ্ট।৩। আত্মবিশ্বাসঃ
পুরুষকে আকৃষ্ট করতে নারীর আত্মবিশ্বাসের বিকল্প নেই। যে নারী তার সৌন্দর্য্য এবং ব্যাক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাসী, পুরুষ তাকে ততটা বেশি পছন্দ করে।V Neck Floral Print Tea Length Wrap Dress - 2XL BLUE
৪। হাস্যোজ্জল মনোভাবঃ
সদা হাস্যোজ্জল নারীকে পুরুষ পছন্দের শীর্ষে রাখে। গোমড়ামুখো নারী পুরুষের প্রধান অপছন্দ। এছাড়া মেয়েদের হাসির সাথে তুলনীয় কিছু নেই বলে অনেক কবি বলে গেছেন।৫। সঙ্গীকে নাম দিয়েই সম্মোধন করাঃ
অনেক পুরুষ তাদের স্ত্রীর মুখে তাদের নাম শুনতে চান। বিশেস করে স্বামী-স্ত্রী একা থাকলে স্বামীর কানে কানে ফিসফিস তার নাম উচ্চারন করে কথা বলার বিষয়টি অনেক পুরুষের জন্য আনন্দদায়ক।
৬। সুন্দর ফিগারঃ
পুরুষ নারীর কোমরের খাঁজ তথা কার্ভ দেখতে পছন্দ করে। নিতম্ব শরীরের সঙ্গে মানানসই হওয়া সৌন্দর্য্যের অন্যতম একটি আনুষাঙ্গিকতা।
৭। পারিপাটি ও সুন্দর পোষাকঃ
প্রত্যেক পুরুষ নারীর পরিপাটি সাজের আশিক। তবে তা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য্য মানের হতে হবে। V Neck Floral Print Tea Length Wrap Dress - 2XL BLUE