প্রথম ডেটে কথা বলুন চোখে চোখ রেখে
প্রথম ডেটিং. বুঝে উঠতে পারছে না যে কোথায় যাবেন, কি করবেন, কেমনভাবে কথা বলবেন, কি খাবেন .কিন্তু সন্ধ্যে হলেই যেতে হবে সঙ্গীর সাথে দেখা করতে. তাও আবার প্রথম ডেট বলে কথা;. নিজেকে সুন্দরও দেখতে হবে
এমন অবস্থায় কি করবেন
সবাই চাই, প্রথম ডেটেই তার সঙ্গীটি তার প্রেমে মজে যাক.তাই, প্রথম দিনই খুব দামি রেস্তেরাঁ নয় মোটামুটি পরিষ্কার ছিমছাম রেস্তরাঁ তেই যান।
হাল্কা মেক আপই নিন। ছেলেদের ক্ষেত্রে ক্যাসুয়াল ড্রেস পরলেই ভাল। যেই ড্রেসে আপনাকে স্মার্ট লাগবে, সেই ড্রেসই পরবেন।
খাবার টেবিলে খাওয়ারের বৈচিত্র্য রাখুন।
সঙ্গীর জন্য ফুল বা চকোলেট নিয়ে যান। খুব দামি গিফট নেবেন না প্রথমদিন।
খেতে বসে ওয়েটার খাওয়ার সারভ করে যাবার পর তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
ঘনঘন সেলফোন দেখবেন না। পারলে ওই সময়টুকুর জন্য মোবাইলটিকে সাইলেন্ট মোডে রাখুন।
সঙ্গিনীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুন। যেটুকু বলবেন সত্যি কথাই বলবেন। কোনরকম মিথ্যের আশ্রয় নেবেন না। কথাবার্তা হাল্কা রাখুন। সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন।
সবশেষে আপনার সঙ্গীকে অবশ্যই বাড়ি ছেড়ে আসুন।
নিজেকে বেশি সিরিয়াস গোছের রাখবেন না আবার খুব বেশি চাঞ্চলও রাখবেন না. নিজের বডি ল্যাংযেজ সর্বদা চার্মিং রাখুনা
দেখবেন প্রথম ডেটিং সফল হবেই. .সাথে সুন্দর অ০ সুস্থ হবে. দ্বিতীয় বার দেখা করার ইচ্ছে দ্বিগুন বেড়ে যাবে .