LAAL SINGH CHADDHA Box Office: বক্স অফিসে ফিকে আমিরি ম্যাজিক! অস্কারে প্রশংসিত
তুমুল বিতর্কের মাঝেই গত ১১ই অগাস্ট বৃহস্পতিবার বক্স অফিসে মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan) ও কারিনা কাপুর খান(Kareena Kapoor Khan ) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা। কিন্তু, লক্ষ্মীবারে মোটেই লক্ষ্মীলাভে সফল হল না এই ছবি। হলিউডের সুপারহিট মুভি Forrest Gump-এর অফিসিয়াল রিমেককে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল একেবারে তুঙ্গে। কিন্তু, ছবি মুক্তির পর বক্স অফিসে একেবারে ফিকে আমিরি ম্যাজিক।
দর্শকের মন ছুঁতে পারল লাল সিং চাড্ডা। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ছবি মুক্তির প্রথম দিন লাল সিং চাড্ডার ঝুলিতে এসেছে মাত্র ১২ কোটি টাকা। শুক্রবার বক্স অফিস কালেকশনের গ্রাফ আরও বেশ খানিকটা নেমে গেল! মাত্র ৭ কোটি টাকার ব্যবসা করল আমির খান-করিনা কপুর জুটির বিতর্কিত ছবি লাল সিং চাড্ডা। সর্বসাকুল্যে লাল সিং চাড্ডার দুদিনের মোটে বক্স অফিস কালেকশন মাত্র ১৯ কোটি টাকা। ২০১৮ সালে আমির খানের Thugs of Hindostan-এর প্রথম দিনের বক্স অফিসে ৫২ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছেআমির খানের বহুপ্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'। অস্কারকজয়ী ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক আমিরের এই লাল সিং চাড্ডা নিয়ে শুরু থেকেই নানা বির্তক চলছিলই। এই ছবি বানাতে বহু বছর সময় লেগেছে আমিরের। মহামারির জন্য বহুদিন বন্ধ ছিল এই ছবির শ্যুটিং। অবশেষে সব ঝক্কি কাটিয়ে মুক্তি পেয়েছে এই Laal Singh Chaddha। তবে প্রথম ও দ্বিতীয় দিনের ভাঁড়ার একপ্রকার শূণ্যই বলা চলে! আমির খানের মতো বলিউডজের হেভিওয়েট স্টারের ছবি প্রথম দুদিনের ১৯ কোটির বক্স অফিস কালেকশন মোটেই কাম্য নয়।
প্রথম দিনেই বক্স অফিস আয়ের বিচারে কার্তিক আরিয়ানের কাছে হেরে গিয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। করোনা পরবর্তী পরিস্থিতিতে Bhul Bhulaiya 2-ই ছিল প্রথম বলিউডের প্রথম সুপারহিট ছবি। ১৪ কোটি টাকার ব্যহসা করেছিল এই ছবি। আমিরের লাল সিং চাড্ডা হার মেনেছে Bachchhan Paandey, Samrat Prithviraj, Gangubai Kathiawadi ও Shamshera-এর কাছেও!! চার বছরপর বড় পর্দায় আমির খান। কিন্তু হতাশ দর্শক।
উল্লেখ্য, এতদিন বলিউডের ট্রেন্ড ছিল আমির খান, শাহরুখ খান, সলমান খানের সিনেমা মানেই ১০০ কোটির অঙ্ক। কিন্তু, ছবির ওপেনিং ডে কালেকশন ১০ কোটি হলে তবেই প্রথম সপ্তাহে মধ্যে ১০০ কোটির অঙ্ক ছুঁতে পারার সম্ভবনা থাকে। কিন্তু, লাল সিং চাড্ডা ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারবে কিনা সেই নিয়ে সন্দিহান সিনেমা বিশেষজ্ঞরা।