ছেলে সন্তানের মা–বাবা হলেন পরীমনি ও রাজ
পুত্রসন্তানের মা–বাবা হলেন পরীমনি ও রাজ
সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজ ও পরী দম্পতির ঘর আলোকিত করে এসেছে একটি পুত্র সন্তান।
বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্রসন্তান হলে রাজ্য। গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছেন রাজ ও পরীমনি। জামাকাপড়ের ছবি দেখে ধারণা করা গিয়েছিল, ছেলের মা হবেন পরী।
এক সাক্ষাৎকারে পরীমনি জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর তাঁর বিয়ে করেছেন। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন। পরীমনি বলেন, ‘প্রথমে দুই পরিবারকেই আমরা দুজন জানিয়েছিলাম। এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের।
’ পরীমনি বললেন, ‘তাঁর সঙ্গে মিশতে গিয়ে দেখলাম, আমরা দুজনই পাগল। দুজনই ভাবলাম, আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত। তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা।’ চলতি বছরের ১০ জানুয়ারি জানা যায়, পরীমনি মা হতে চলেছেন।
‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তাঁরা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় চার হাত এক হয়।