The Archies: শাহরুখ কন্যা সুহানা খান এর বলিউড অভিষেক টিজার প্রকাশ।
The Archies: বোন Suhana-কে পশ্চাদদেশে লাথির পরামর্শ! শালীনতার মাত্রা ছাড়ালেন Aryan Khan!!
হলিউডকে টেক্কা দিতে তৈরি বলিউডের আর্চি এবং তার গ্যাং। শনিবার প্রকাশ্যে এসেছে জোয়া আখতার পরিচালিত The Archies এর প্রথম ঝলক। টিজারে সুহানা খান (Suhana Khan), অগস্ত্য নন্দা (Agstya Nanda) এবং খুশি কাপুরকে (Khushi Kapoor) দেখা গিয়েছে
ভেরোনিকা, আর্চি এবং বেটির ভূমিকায়। তিন স্টারকিডের গ্র্যান্ড ডেবিউ নিয়ে বেজায় খুশি বি টাউন। বোনকে শুভেচ্ছা জানাতে ভুললেন না
শাহরুখ পুত্র আরিয়ান খানও (Aryan Khan)। কী বললেন তিনি?
ক্রুজকাণ্ডের পর সোশ্যাল মিডিয়া থেকে একপ্রকার গায়েবই হয়ে গিয়েছিলেন আরিয়ান খান। কিন্তু, শনিবার সুহানা খানকে শুভেচ্ছা জানানোর
জন্য ফের ইনস্টাগ্রামে উঁকি দিলেন শাহরুখ পুত্র। বোনকে অভিনন্দন জানিয়ে Instagram Story -তে লিখলেন, "বেস্ট অফ লাক মাই বেবি সিস্টার! টিজার লুকস অসাম। এভরিওয়ান লুকস গ্রেট। অল অফ ইউ উইল কিল ইট!" Aryan Khan -এর ওই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আমার ছোট বোনকে (Suhana Khan) অনেক অনেক শুভেচ্ছা। টিজার দুর্দান্ত ছিল। সকলকে ভীষণ ভালো লাগছে। তোমরা সকলেমিলে বাজিমাত করবে, সে বিষয়ে আমি নিশ্চিত। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। বাধ সাধল একটা লাইন।
আসলে ওই ইনস্টা স্টোরিতে আরিয়ান বোন সুহানাকে উদ্দেশ্য করে লিখেছেন, "গো কিক সাম অ্যাস!" দাদা হয়ে বোনকে অন্যদের পশ্চাদদেশে লাথি মারার এই পরামর্শ দিতে দেখে ভ্রু কুঁচকেছেন নেটিজেনদের একাংশ।" কেউ লিখেছেন, "এ আবার কেমন ভাষা!" কারও মন্তব্য, "দাদা হয়ে বোনকে এরকম পরামর্শ!"
তবে আরিয়ান ভক্তরা পছন্দের স্টারকিডের পাশে দাঁড়িয়েছেন এদিন। শাহরুখ ভক্তরাও অভিনেতার পুত্রকে ট্রোল করার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ইংরাজিতে ওই মন্তব্যের অর্থ বোঝানোর চেষ্টা করেছেন অনেকে। এক আরিয়ান ভক্তের কথায়, "উনি কী বোঝানোর চেষ্টা করেছেন সেটা তো দেখুন। এর অর্থ হল, সকলে পিছনে ফেলে এগিয়ে যাও।" অপর এক নেটিজেনের কথায়, "আক্ষরিক অর্থ ধরছেন কেন? অন্তর্নিহিত মানেটা বুঝুন। উনি বোনকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শই দিয়েছেন।" তবে আরিয়ানের পোস্ট ঘিরে এদিন বেশ হইচই হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, এদিনই শাহরুখ কন্যা সুহানা খান অভিনীত 'দ্য আর্চিজ' ছবির পোস্টার এবং টিজার রিলিজ করেছে। যা ঘিরে শাহরুখ ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর্চি কমিকসকে বলিউডে নিয়ে আসার এই প্রয়াস নিয়ে বেশ প্রশংসাও করেছেন অনেকে। সারাদিনই ট্রেন্ডিং ছিল ওই টিজার এবং পোস্টার। জোয়া আখতারের ওই ছবিতে ডেবিউ করছেন চার স্টারকিড। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, বনি কাপুরের কন্যা খুশি কাপুর, অমিত স্যায়গলের কন্যা অদিতি ডট এবং শাহরুখ খানের কন্যা সুহানা খানকে দেখা যাবে ছবিতে। মেয়ের সাফল্যে খুশি শাহরুখ এবং গৌরী খানও।
এদিন শাহরুখ সিনিয়র অভিনেতা হিসেবে নিজের কন্যাকে পরামর্শও দিয়েছেন। তাঁর উপদেশ, "সুহানা, সবসময় মনে রেখো তোমার পক্ষে পারফেক্ট হওয়া সম্ভব নয়। কিন্তু, নিজস্বতা বজায় রেখো। অভিনেতা হিসেবে অনেক ইট-পাটকেল খেতে হবে। অনেক হাততালি পাবে। কোনওটাকেই আগলে রেখো না।"
তাঁর সংযোজন, "সবসময় মনে রেখো, স্ক্রিনে তোমার যে ছায়া দেখা যাবে তা তোমার নিজের। তুমি অনেকটা রাস্তা হেঁটে এসেছ বেবি। কিন্তু, মানুষের হৃদয়ে পৌঁছনোর রাস্তা কখনও শেষ হওয়ার নয়। এগিয়ে চলো। আর সবসময় হাসি ছড়িয়ে দিও।" প্রাউড মাদার গৌরী খান সোশ্যাল
মিডিয়ায় লিখেছেন, "...তুমি নিজের লক্ষ্যপূরণ করে ফেলেছ সুহানা!!!"