আমি খুব সামান্য একজন অভিনেত্রী, আমার বক্তব্যে কি বা আসে যায়?? জ্বী ভাই,আমি পরীমনির সাথে অনেক কাজ করেছি, তার জন্মদিনে গিয়েছিলাম দুইবার!!
ভবিষ্যতে সৃষ্টি কর্তা যদি তাকে সাধারণ ভাবে ( জাক জমক নয়) জন্মদিন পালন করার তৌফিক দেন সেই জন্মদিনে যদি আমি দাওয়াত পাই, আবারও আমি যাবো!!
সে সুস্থ অবস্থায় ফিরে আসুক,,অভিনয় করুক, কোনো নির্মাতাকে অপমান না করুক, কোনো সিডিউল বিপর্যস্ত না করুক, এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক
এটাই আমার প্রার্থনা।
তার ব্যক্তিগত জীবন যাপনের যা কিছু ভুল ত্রুটি ছিলো,দোষ ছিলো সব কিছুর জন্য তার যা যা শাস্তি পাওনা ছিল তার অনেক বেশি শাস্তি তিনি পেয়ে গেছেন..অথবা
তিনি যদি পতিতা হয়ে থাকেন আর পতিতাবৃত্তি যদি আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে থাকে তবে তার শাস্তি হোক,তার যদি আরও গুরুতর রাষ্ট্রীয় অপরাধ থাকে তবে
তা প্রমানিত হোক.. তার কান্না মিশ্রিত চিৎকারে আমার বুক কাঁপে,, তার ১০০ বছর বয়সের নানার কাঁপাকাঁপা কন্ঠের আকুল আবেদনে আমি বার বার কেঁদেছি..এই
নানাকে পরীমনি নিজের সন্তানের মতো দেখভাল করতেন, নিজের পিতামাতার অভাব পূরণ করতেন এই নানাকে দিয়েই..।
আমার খুব চেনা আরেকজন অভিনেত্রী কে আমি ব্যাক্তিগত ভাবে চিনি, তিনি হলেন Parsa Evana ,সে কোনো অপকর্মের সাথে জড়িত কিনা আমার জানা নেই,
,তবে তিনি অতি সাধারণ ছোট্ট একটা বাসায় ভাড়া থাকেন,,তার গাড়ি নেই,ফ্ল্যাট নেই,জায়গা জমি কিছুই নেই,..তাকে কখনও দেখিনি ১০ হাজার টাকা দামের
কোনো পোশাক বা অলংকার পড়তে,, নেহাতই অতি সাধারণ জীবনযাপন করেন তিনি..মেয়েটির দূর্ভাগ্য যে বিভিন্ন ফালতু ভুয়া সংবাদ মাধ্যমে মেয়েটিকে পর্নোগ্রাফির
অভিযোগে ভূষিত করা হয়েছে..সম্ভবত ইভানার কাজের চৌদ্দটা বাজিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করে উনারা তৃপ্ত হবেন..!! সবাই গালি গালাজ গুলো পড়তে
থাকুন আর তৃপ্তির ঢেঁকুর তুলুন..!!!