গালি খাওয়ার ভয়ে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতে পারছি না : নিলয়
গত বছরের মে মাসের কথা। মহামারি করোনাভাইরাসের প্রকোপে দেশে বিরাজ করছিল স্থবির অবস্থা। সেই স্থবির সময়েই চুপি চুপি দুটি মনের পরিচয় ঘটে। যা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। আর সর্বশেষ তারা বেঁধেছেন ঘর। বলছিলাম জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের কথা।
সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন এই অভিনেতা। জানা যায়, পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়।
গত ৭ জুলাই তার উত্তরার বাসায় শুভবিবাহের কাজ সম্পন্ন হয়েছে। করোনার কারণে ছোট পরিসরেই করা হয় বিয়ের আয়োজন। ফলে বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।
তবে বিয়ের খবরটি বুধবারই (১১ আগস্ট) মিডিয়াকে জানান নিলয়। এদিন নিজের ফেসবুকেও শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ‘বেইলি রোড’ অভিনেতা।
এদিকে দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে ছবি পোষ্ট করে সমস্যায় পড়েছেন নিলয় আলমগীর। শনিবার (১৪ আগস্ট) সকালে এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি জানান।
নিলয় লেখেন, কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি , ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষন তো আর করি নাই।
নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করসেন আবার বউ এর সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা বিয়ের পর একা ছবি কেনো। আমার বিড়াল এর সাথে ছবি দিলাম সেটাও সমস্যা।
এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছিনা। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাইবো 🤔
উল্লেখ্য, ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নিলয় ও মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০১৭ সালে এ সংসার ভাঙনের গুঞ্জন চাউর হয়। তাসনুভা তাবাসসুমের সঙ্গে নিলয়ের এটি দ্বিতীয় সংসার।