চিত্রনায়িকা পরীমনির পক্ষে আদালতে মামলা লড়ছেন ‘চিত্রনায়ক’ আমান রেজা
ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার তার জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে পরীমনির পক্ষে আইনজীবী হিসেবে মামলা লড়ছেন চিত্রনায়িকার এক সহকর্মী। তিনি হলেন চিত্রনায়ক আমান রেজা।
পরীমনির মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদ্যসের একজন আমান রেজা।
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমান রেজা বলেন, সহকর্মীর পক্ষে মামলা লড়তে পারাটা বিশেষ দায়িত্ব পালনের মতো।
আমান বলেন, পরীমনি ন্যায় বিচার পাবেন বলে আমি আশাবাদী। তিনি চলচ্চিত্র শিল্পের একজন গুরুত্বপূর্ণ শিল্পী।
পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি।
আমান রেজা আইন পেশার পাশাপাশি অভিনয় করেন নিয়মিত।