নিজের ‘ঝলক’ দেখাচ্ছেন ডেবিউতেই মিঠুনের পুত্রবধূ মাদলসা, শুরু হতেই তুঙ্গে সিরিয়ালের TRP
কয়েক মাস আগেই জানা গিয়েছিল অভিনয়ে পা রেখেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) পুত্রবধূ মাদলসা শর্মা (madalasa sharma)। তিনি অভিনেতার বড় ছেলে মিমোর স্ত্রী। ছোটপর্দার মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ করেছেন তিনি। আর ইন্ডাস্ট্রিতে পা রেখেই পেজ থ্রিয়ের পাতায় উঠে এসেছেন মাদলসা।
এই মুহূর্তে হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ তে কাব্যার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিয়াল প্রেমীদের ইতিমধ্যেই চরিত্রটি বেশ মন জয় করে নিয়েছে। সিরিয়ালটি শুরু হয়েছে মাত্র কিছুদিনই হয়েছে।এরই মধ্যে টিআরপির দিক থেকে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে সিরিয়ালটি।
Pic Credit: Twitterতবে অনেকেই জানেন না, ছোট থেকে ফিল্মি আবহাওয়ার মধ্যেই বেড়ে উঠেছেন মাদলসা। পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মার মেয়ে তিনি। মা শীলা শর্মা বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।এছাড়াও তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ।
২০১৮ সালের জুলাইতে মিঠুন পুত্র মিমোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাদলসা। ফিল্মি পরিবারে বড় হওয়ায় অভিনয়ের দিকে আলাদা টান ছিল তাঁর। ২০০৯ এ তেলুগু ছবি ফিটিং মাস্টার এর হাত ধরে ডেবিউ করেন মাদলসা। এছাড়া কন্নড়, তামিল, জার্মান ও কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে অন্নপূর্ণা নামে একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন মাদলসা। গণ ১৩ জুলাই থেকে শুরু হয় ধারাবাহিকটির সম্প্রচার। টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করার কথা নাকি মিঠুনই বলেন মাদলসাকে।
মাদলসার কথায়, ‘মিঠুন চক্রবর্তী অসাধারণ অভিনেতা। অভিনয় দক্ষতা দিয়ে চিরদিনই আমাকে অনুপ্রাণিত করেছে। উনি বলেন, টেলিভিশনে প্রচুর স্কোপ। তবে শুধু মিঠুন নন, আমার শাশুড়িমা ও বর ও আমাকে প্রচুর সাহায্য করেছেন।’