নোরার বিচ ড্যান্স , তোলপাড় সামাজিক মাধ্যম
ছবিঃইন্সটাগ্রাম
সুত্রঃজি নিউজ :
ফের পেজ থ্রির শিরোনামে নোরা ফতেহি। এবার সমুদ্র সৈকতে নাচতে দেখা গেল বলিউডের এই অভিনেত্রীকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নোরা যখনই ওই ভিডিয়ো শেয়ার করেন,
তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। তবে সমুদ্র সৈকতে মরোক্কান সুন্দরী নোরা কার সঙ্গে নাচছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
দেখুন ভিডিও...
সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাজির হন নোরা ফতেহি। মালাইকা অরোরা কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর সেখানে কিছুদিনের জন্য নিয়ে আসা হয় নোরাকে। তবে মালাইকা সুস্থ হয়ে ফেরার পর
ওই রিয়্যালিটি শো থেকে বিদায় নেন নোরা। প্রসঙ্গত, ওই রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে ছিলেন গীতা কাপুর এবং টেরেন্স লুইস।
পরিচালক রেমো ডিসুজার স্ট্রিট ডান্সারে নজর কাড়েন নোরা। বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন নোরা। ওই সিনেমার পাশাপাশি অরিজিত সিংয়ের মিউজিক ভিডিও তেও
দেখা যায় এই অভিনেত্রীকে। তবে নোরার নাচে মুগ্ধ হয়ে যায় আট থেকে আশির হৃদয়।