বিশ্বের
সবচেয়ে সুন্দরী নিরাপত্তারক্ষী!
৩১
বছরের রাশিয়ান সুন্দরী আন্না খ্রাম্টসোভাটোপেড একজন মা এবং রাশিয়ান মিলিটারির
ন্যাশনাল গার্ডের ভূমিকায় কাজ করেন। তিনি সরাসরি ভ্লাদিমির পুতিনকে রিপোর্ট করেন।
আন্নার
পরিবারের সকলেই পুলিশের চাকরি করেন। তাঁর মাও পুলিশের বড় পোস্টে চাকরি করতেন।
আন্না
বললেন প্রথমে তাঁকে নিয়ে অনেকেই মশকরা করত। কিন্তু কোনও দিনই তিনি সেসব কিছু
পাত্তা দেননি। তাঁর কথায়,
আমি নিজের
স্টাইল রক্ষা করে যত্নসহকারে কাজটা করি।